বাঙালির হাজার বছরের শৃঙ্খলমুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই বিশ্বের বুকে বাঙালির নিজের রাষ্ট্র বাংলাদেশের চূড়ান্ত অভ্যুদয়।
কিন্তু স্বাধীনতা প্রাপ্তির কিছুদিনের মধ্যেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাপুরুষোচিত হামলায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ এক কলঙ্কময় অধ্যায়। যেদিন ভোরে স্বাধীনতাবিরোধী পুরোনো শকুন হামলে পড়ে বাঙালির এই মহান নেতার পরিবারের ওপর। বন্দুকের একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয় শিশুপুত্রসহ বাড়ির সবাইকে। যেন বাংলাদেশেরই স্বাধীনতার সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর রক্তাক্ত শরীর।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শোকাবহ ১৫ আগস্ট নতুন প্রত্যয়ে আবির্ভূত। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তার আদর্শ, স্বপ্ন ও সাহস জাতির জন্য চিরদিনের প্রেরণা।


0 Comments