বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নয় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট।
৪ আগস্ট ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত বিশেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাইটি টাইগার্স। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দীর্ঘ ৯ মাসব্যাপী নেওয়া অসংখ্য কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়। এগুলো হচ্ছে অনির্বান, লন্ডন ঈগলস, মাইটি টাইগার্স ও ফরেস্ট গেইট টাইগার্স। এই চারটি দলই ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি ক্রিকেট লীগের সদস্য।
দিনভর আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে অনির্বাণ ক্রিকেট ক্লাবকে মাত্র ১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মাইটি টাইগার্স।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার, কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন।
ওইদিন স্পিকারের এ বছরের সমর্থিত চ্যারিটি ক্যাপিটাল কিডস্ ক্রিকেট (সিকেসি) ‘ফ্যামিলি কাম অ্যান্ড হ্যাভ এ গো’ সেশন পরিচালনা করে।
0 Comments